Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিযুক্ত ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১ জন কর্মকর্তা নিযুক্ত রয়েছেন, যিনি স্বাস্থ্য সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। এছাড়া প্রশিপস্ নামক স্থানীয় বেসরকারী সংস্থা বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে প্রাপ্ত অনুদানের ভিত্তিতে প্রতিবন্ধীদের শিক্ষা, বিভিন্ন প্রশিক্ষণসহ অন্যান্য সহায়তা করে থাকে । সমাজসেবা অফিস উহা তদারকি করে । এছাড়াও নিম্নবর্ণিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে ।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচীর ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা ও অধিকার

শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি জাতির সার্বিক উন্নয়ন নির্ভর করে শিক্ষার উপর। বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও ১৯৮১ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করে। ১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন পাস করে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নিজস্ব কিছু দায়িত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

  • ইউনিয়ন পরিষদের শিক্ষা ও গণশিক্ষা স্ট্যান্ডিং কমিটি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়নে দায়িত্ব পালন করে। 
  • ইউনিয়ন পরিষদ মেলা ও প্রদর্শনী আয়োজন করে।
  • ইউনিয়ন পরিষদ খেলাধুলা ও ক্রীড়া আয়োজন করে।
  • ইউনিয়ন পরিষদ লাইব্রেরি এবং পড়ার রুমের ব্যবস্থা করে।
  • জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী শিক্ষার উন্নয়নে সহায়তা করে।
  • ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসরত ৬-১০ বছরের শিশুর নাম, অভিভাবকের নাম ও শিশুর বয়স উল্লেখ করে সকল শিশুর ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরিতে সাহায্য করে।
  • যুক্তিসঙ্গত কারণ ছাড়া ৬-১০ বছরের শিশুর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং রীতিমতো হাজির হওয়া নিশ্চিত করার জন্য শিশুর অভিভাবককে উৎসাহিত করে।
  • সরকারের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা দিয়ে থাকে।