| ২। ইউনিয়ন পরিষদের কার্য | বাধ্যতা মূলক কাজ ১০টি ঐচ্ছিক কাজ ৩৮টি। উল্লেখ যোগ্য কাজ সমূহ: আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা। অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান রোধ করা। কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশুপালন, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ। পরিবার পারিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো। স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা। রাস্তা, ব্রীজ, কালভার্ট,বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন করা। ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলি পর্যালোচনা করা এবং প্রযোজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুপারিশ করা। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা। জম্ম-মৃত্যু, অন্ধ্য, ভিক্ষুক ও দু:স্থদের নিবন্ধন করা। সব ধরনের শুমারী পরিচালনা সহ কর্তৃপক্ষ কর্তৃক নিদেশিত আরো অন্যান্য কার্যাবলী। আরও রয়েছে ১৩টি স্থায়ী কমিটির কার্যাবলী সমূহ। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS